Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, খুলনার ওয়েবপোর্টালে আপনাকে স্বাগতম। অফিস সময়সূচীঃ বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, খুলনা অফিস খোলা থাকে প্রতি শনিবার থেকে বুধবার সকাল ৯.০০ টা থেকে সন্ধ্যা ৭.০০ টা পর্যন্ত এবং গ্রন্থাগার বন্ধ থাকে প্রতি বৃহস্পতিবার, শুক্রবার ও সরকার ঘোষিত অন্যান্য সরকারি ছুটির দিনসমূহ ।


ভবিষ্যৎ পরিকল্পনা

বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, খুলনা-এর ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাঃ

 ১. পুরাতন গ্রন্থাগার ভবন ভেঙ্গে আধুনিক সুবিধা সম্বলিত নতুন গ্রন্থাগার ভবন নির্মাণ। (৯ তলা গ্রন্থাগার ভবন নির্মাণের প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে)

 ২. অনলাইন পাবলিক লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম বাস্তবায়নঃ গণগ্রন্থাগার অধিদপ্তরের সহযোগিতায় অনলাইন পাবলিক লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম এবং সংশ্লিষ্ট কাজ বাস্তবায়ন শীর্ষক প্রকল্পের মাধ্যমে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার খুলনায় অনলাইন লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম প্রবর্তণ।

 ৩. উপজেলা পর্যায়ে সরকারি গণগ্রন্থাগার স্থাপনঃ ‘উপজেলা সংস্কৃতি কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের অধীনে গণগ্রন্থাগার অধিদপ্তরের সহযোগিতায় খুলনা জেলার বিভিন্ন উপজেলায় উপজেলা সরকারি গণগ্রন্থাগার স্থাপন।

 ৪. ভ্রাম্যমান লাইব্রেরি সুবিধা উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃতকরণঃ গণগ্রন্থাগার অধিদপ্তরের তত্ত্বাবধানে বাস্তায়িত ‘ভ্রাম্যমান লাইব্রেরি’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে খুলনা জেলার সকল উপজেলায় ভ্রাম্যমান লাইব্রেরি সেবা চালু করা।

 ৫. আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে গ্রন্থাগার সেবা প্রদানঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌছে দিতে আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা।

 ৬. সর্বস্তরের জনগণকে বইপাঠে আগ্রহী করাঃ জেলার সর্বস্তরের জনগণকে বইপাঠে আগ্রহী করার মাধ্যমে সুশিক্ষিত, দায়িত্বশীল, সচেতন ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা।

৭. সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনঃ মানুষের মানবিক মূল্যবোধ জাগ্রতকরণ, চিন্তার স্বাধীনতা, বিবেকের স্বচ্ছতা, জ্ঞানের ব্যপকতা, দেশপ্রেম, নীতি-নৈতিকতা, উন্নত চরিত্র গঠন সর্বপরি একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা এবং একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করা।