দপ্তরের নামঃ বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, খুলনা।
গ্রন্থাগারের ঠিকানা ও ফোন নম্বরঃ ২১৮ আপার যশোর রোড, বয়রা, খুলনা-৯০০০
ফোনঃ ৭৬২৫৫৪ ফ্যাক্সঃ ৭৬১১০৪
গ্রন্থাগারের প্রতিষ্ঠাকালঃ১৯৬৪ খ্রিঃ
গ্রন্থাগারের অনুমোদিত পদ সংখ্যা ও পদের নামঃ
পরিচালক- ১জন
প্রিন্সিপাল লাইব্রেরিয়ান-কাম-উপপরিচালক- ১ জন
সিনিয়র লাইব্রেরিয়ান- ১ জন
সহকারী পরিচালক - ১ জন
সহকারী প্রোগ্রামার- ১ জন
সহকারী লাইব্রেরিয়ান- ১ জন
অফিস তত্ত্বাবধায়ক- ১ জন
টেকনিক্যাল এ্যাসিসটেন্ট (ক্যাটালগার)- ১ জন
কম্পিউটার অপারেটর- ১ জন
লাইব্রেরি এ্যাসিসটেন্ট (রিডিংহল এ্যাসিসটেন্ট) - ৪ জন
রেফারেন্স এ্যাসিসটেন্ট - ১ জন
অফিস সহকারী কাম কম্পি. মুদ্রাক্ষরিক - ১ জন
হিসাব রক্ষক- ১ জন
ইলেকট্রিশিয়ান- ১জন (আউট সোর্সিং এর মাধ্যমে)
বুক সর্টার - ২ জন
অফিস সহায়ক- ২ জন( আউট সোর্সিং এর মাধ্যমে)
বাইন্ডার- ১ জন
চেকপোস্ট এ্যাটেনডেন্ট- ১ জন
নিরাপত্তা প্রহরী - ২ জন
মালী - ১ জন
পরিচ্ছন্নতা কর্মী - ১ জন
মোট= ২৬ জন
গ্রন্থাগারের সময় সূচি ও সাপ্তাহিক বন্ধঃ শনিবার থেকে বুধবার সকাল ১০:০০ টা থেকে বিকেল ৬:০০ টা পর্যন্ত। (বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক ছুটি, অন্যান্য সরকারি ছুটির দিন বন্ধ থাকে)
গ্রন্থাগারের পুস্তাকের সংখ্যাঃ ১,৩৭,০০৩ টি
গ্রন্থাগারে ক্রয়কৃত পত্রিকা ও সাময়িকীঃ দৈনিক পত্রিকা-বাংলা: ১. ইত্তেফাক ২. সংবাদ ৩. জনকন্ঠ ৪. ভোরের কাগজ ৫. প্রথম আলো ৬. মানবজমিন ৭. যুগান্তর ৮. যায় যায় দিন ৯. সমকাল ১০. মানবকন্ঠ ১১. প্রর্বতন ১২. জন্মভূমি ১৩. ভোরের ডাক ১৪. আমাদের সময় ১৫. প্রবাহ ১৬. দিনকাল ১৭. কালেরকণ্ঠ ১৮. বাংলাদেশ প্রতিদিন ১৯. সময়ের খবর ২০. জনতা ২১. তথ্য ২২. পূর্বাঞ্চল ২৩. আজকালের খবর। ইংরেজি: 1. The Daily Star 2. New Age 3. The Independent 4. The Daily Sun
সাময়িকী- বাংলা: ১. চাকুরির খবর ২.সপ্তাহের বাংলাদেশ ৩. আনন্দধারা ৪. অনন্যা ৫. কিশোর আলো ৬. রহস্য পত্রিকা ৭. সরগম ৮. এইসময় ৯. কম্পিউটার জগৎ ১০. কারেণ্ট অ্যাফেয়ার্স ১১. রোববার ১২. মদিনা ১৩. ক্রীড়াজগৎ ১৪. নিউজ লেটার ১৫. শিক্ষাবার্তা ১৬. ব্যাক টু গডহেড।
ইংরেজি: 1.Reader`sdigest.
গ্রন্থাগারে রক্ষিত বাধাঁইকৃত পত্রিকা ও সাময়িকীর নামঃ বাংলা: ১. ইত্তেফাক (১৯৬৫ থেকে চলমান) ২. সংবাদ (১৯৭৯ থেকে চলমান) ৩. জনকণ্ঠ (জানু/৯৪ থেকে ডিসে/০৮) ৪. পূর্বাঞ্চল (এপ্রিল/৯১ থেকে চলমান) ৫. দৈনিক বাংলা (জানু/৭৩ থেকে ডিসে/৮২) ৬. আজাদ (জানু/৬৫ থেকে সেপ্টে/৭২) ৭. জনবার্তা ( আগষ্ঠ/৭৮ থেকে এপ্রিল/৯৯) ৮. পূর্বদেশ (জানু/৭০ থেকে জানু/৭৫) ৯. ইনকিলাব (নভে/০১ থেকে আগস্ট/১৩)। ১০. প্রথম আলো (জুন/১৭ থেকে চলমান)
ইংরেজি: 1. The Pakistan Observer (Jan/65 to Dec/70) 2. The Bangladesh Observer (Dec/72 to Jan/11) 3. The Bangladesh Times (Jan/78 to Dec/92) 4. The Daily Star (June/10 to till now) 5. The Dawn (Jan/64 to Oct/71) 6. The Daily Telegraph (Jun/66 to Jan/75) 7. The Morning News (Jan/65 to Nov/71) 8.The Daily Statement (Jan/73 to Dec/74).
গ্রন্থাগারে বই ধার নেয়ার সদস্য সংখ্যাঃ ২০৭ জন।
সম্প্রসারণমূলক কার্যক্রমঃ সর্বস্তরের জনসাধারণের পাঠাভ্যাস বৃদ্ধি এবং গ্রন্থাগারের প্রতি আকৃষ্ট করার নিমিত্ত গ্রন্থাগারে সম্প্রসারণমূলক কার্যক্রম যেমন:বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা, হাতের সুন্দর লেখা প্রতিযোগিতা, পাঠ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ইত্যাদি আয়োজন করা হয়। এছাড়া গ্রন্থ প্রদর্শনী, ওয়ার্কশপ ও সেমিনারের আয়োজন করা হয়ে থাকে।
বেসরকারি গ্রন্থাগার জরিপসহ রেজিষ্ট্রেশনঃ নিয়মিত ভাবে গ্রন্থাগার জরিপসহ রেজিষ্ট্রেশন করা হয়। এ পর্যন্ত নিবন্ধিত বেসরকারি গণগ্রন্থাগারের সংখ্যা ৩১ টি।
ইন্টারনেট সেবাঃ মোবাইল আপারেটর রবি আজিয়াটা লি. এর মাধ্যমে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় ৩টি কম্পিউটারের মাধ্যমে সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গ্রন্থাগারে আগত পাঠকদের মধ্যে বিনামূল্যে ইন্টারনেট সেবা প্রদান করা হচ্ছে।
ভবনের আয়তনঃ ৩০,৬৬০ বর্গফুট
পাঠকক্ষের সংখ্যাঃ ০১ টি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS